Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒হামলা ভাঙচুর ও চাঁদাবাজি

বাঘারপাড়ায় আ.লীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৭:৫৯:৪৯ এম

 

 

নিজস্ব প্রতিবেদক: বাঘারপাড়ার দেয়াড়া গ্রামের একটি বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট মারপিট ও চাঁদাবাজির ঘটনায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দেয়াড়া গ্রামের বিমল বিশ^াসের ছেলে অশোক কুমার এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী তাজউদ্দীন আহমাদ।

আসামিরা হলো, রায়পুর গ্রামের শাহাদত মোল্যার ছেলে রুয়েল, নজরুলের ছেলে সবুর, নলডাঙ্গা গ্রামের বাকু বিশ^াসের ছেলে সোহান, সুবোলের ছেলে অঙ্গট, জালাল মোল্যার ছেলে ময়না, মুনছুর আলীর ছেলে মুসা, ইয়াকুবের ছেলে মিম, হানিফ কাজীর ছেলে রশিদ, দেয়াড়া গ্রামের ভেজালের ছেলে মুকুন্দ ও পূর্ণচরনের ছেলে সুবদ।

মামলার অভিযোগে জানা গেছে, অশোক কুমার মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অশোক বিএনপির রাজনীতি করায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে ২০১৮ সালের ১০ ডিসেম্বর ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে দেশ ছাড়া করবে বলে হুমকি দিয়ে যায়। চাঁদার টাকা না দেয়ায় ওই বছরের ৩১ ডিসেম্বর গভীর রাতে আসামিরা অশোকের বাড়িতে চড়াও হয়। আসামিরা অশোককে মারপিট, বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। এরমধ্যে আসামি অঙ্গট ও রশিদ ঘরে ঢুকে বক্সে থাকা সাড়ে তিন লাখ টাকা পেয়ে চাঁদা হিসেবে নিয়ে নেয়। বাড়ির অন্যরা আসামিদের বাধা দিলে তাদেরও মারপিট করে। একপর্যায়ে চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা চাঁদার বাকি টাকা জোগাড় করে রাখতে বলে চলে যায়। আসামিরা প্রাভাবশালী হওয়ায় ঘটনার পর মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)