ফরহাদ খান, নড়াইল : নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের তুলারামপুর এলাকায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, তুলারামপুরসহ আশপাশের গ্রামগুলোতে দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে তুলারামপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনাসার্জেন্ট তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে চোরেরা গরু চুরি করতে যায়। কুকুরের ডাকে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের সবাইকে মোবাইলে ফোন করেন। একপর্যায়ে গ্রামের মসজিদ থেকে মাইকিং করা হয়। গ্রামবাসী মিলে চোরদের ধাওয়া করে গণপিটুনী দিলে তিনজন ঘটনাস্থলে নিহত হয়। প্রথমে তাদের সঠিক পরিচয় পাওয়া না গেলে বিকেলের দিকে তা জানা যায়।
নিহতরা হলেন-বগুড়া জেলার শিবগঞ্জ থানার আলাদীপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে নূরনবী (৩০), বগুড়ার একই থানার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের জহুরুল ইসলামের ছেলে দুলাল মিয়া (২৮) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের হাফিজুর শেখের ছেলে জান্নাতুল শেখ (৩০)। এই চক্র দীর্ঘদিন ধরে গরুসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছে বলে ভুক্তভোগী এলাকাবাসী জানিয়েছেন।
তুলারামপুর গ্রামের শিহাবুর রহমান শিহাব, বাবু কাজীসহ ভুক্তভোগী গ্রামবাসী বলেন, প্রায় এক বছর ধরে আমাদের গ্রামে গরু চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশের বাড়িগুলো (তুলারামপুর) থেকে প্রায় রাতেই গরু চুরি হচ্ছে। গত পাঁচ মাসে ২৮টি গরু চুরি হয়েছে। এতে ২৫ লক্ষাধিক টাকার গরু চুরি হয়েছে। এ কারণে গ্রামবাসী কমিটি করে রাতে পাহারার ব্যবস্থা করেছেন।
কলেজ শিক্ষক তুলারামপুর গ্রামের রেজাউল তরফদার জানান, চোরেরা স্প্রে ব্যবহারে অজ্ঞান করে অনেকের গরু নিয়ে যাচ্ছে। এর আগেও তুলারামপুর এলাকায় গরুচুরির কারণে দুইজনকে এবং ২০২২ সালের ২৫ ডিসেম্বর নড়াইল পৌরসভার উজিরপুর ও বিড়গ্রামে আরো দুইজনকে পিটিয়ে মেরে ফেলেন ভুক্তভোগী গ্রামবাসী।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, তুলারামপুর এলাকার মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে লোহাকাটা যন্ত্র এবং নিহত ব্যক্তিদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।