Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘দক্ষিণ পশ্চিম উপকূল উন্নয়নবোর্ড গঠনের দাবি’

এখন সময়: সোমবার, ৪ নভেম্বর , ২০২৪, ০৭:২৪:২০ পিএম

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে মিট দ্যা প্রেসে বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলা প্রেসকাবে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, প্রেসকাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সদস্য আবু সাঈদ, মিজানুর রহমান,কামরুজ্জামান,আবদুল কাদের, লির্ডাসের এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক, উপজেলা অ্যাডভোকেসি ফোরাম সদস্য সুফিয়া খাতুন, ইতিকা মন্ডল প্রমুখ।

লির্ডাসের সহায়তায় অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে উপজেলা অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বর্মন লিখিত বক্তব্যে ১৪ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, উপকূলীয় এলাকায় সামগ্রিক ও টেকসই উন্নয়ন এবং আন্তঃমন্ত্রণালয় সংযোগ স্থাপনের জন্য দক্ষিণ-পশ্চিম উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে; জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুণঃনির্মাণ করতে হবে; উপকূলীয় এলাকায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে; একটি বাড়ি একটি সেল্টার কার্যক্রম গ্রহণ প্রতিটি বাড়ি দুর্যোগ সহনশীল গড়ে তুলতে হবে; সুপেয় পানির স্থায়ী সমাধানের জন্য বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা ও ভূউপরিস্থ পানির ব্যবহার করা; উপকূলীয় এলাকার সরকারি পুকুর, খাল, দিঘী ইজারা মুক্ত করে পুনঃখনন করা; নদীর অভিভাবক প্রতিষ্ঠান সুনিদিষ্ট করা ও নদীর সীমানা সিএস খতিয়ান অনুযায়ী নির্ধারণ করা; লবণ,খরা ও বন্যা সহনশীল কৃষির জন্য প্রণোদনা প্রদান করা; সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে ইসিএ নীতিমালার বাস্তবায়ন করা; নদী ভাঙ্গনরোধে নদীর চর বনায়ন করা; সুন্দরবন নির্ভরশীল জনগোষ্ঠীরবিকল্প জীবিকায়ন ব্যবস্থা করা; পোল্ডারের ভিতর লোনা জল প্রবেশ করিয়ে চিংড়ি ও কাঁকড়া চাষ সীমিত করা, কৃষি জমিতে নতুন করে চিংড়ি ও কাঁকড়া চাষ বন্ধ করা, জোনিং সিস্টেম চালু করা; পলি ব্যবস্থাপনার জন্য দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের নদী অববাহিকায় দ্বীপ, কৃষিজমি উঁচু করার জন্য পর্যায়ক্রমে টিআরএম বাস্তবায়ন করা; জলবায়ু তহবিলের অর্থ অগ্রাধিকার ভিত্তিতে উপকূলের মানুষের জন্য বরাদ্দ দেওয়া।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)