শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটে শরণখোলায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফার্মেসি ও বিভিন্ন দোকানে ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মেসির মালিকরা স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ফার্মেসি ও রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানসহ ১১ প্রতিষ্ঠানকে ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা করে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ ও শরণখোলা সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মুহাইমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ট্রেড লাইসেন্স না থাকায় বিভিন্ন ধারায় ১১ প্রতিষ্ঠানকে ৫০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে আর এ ধরনের অপরাধে জড়িত হবেন না মর্মে মুসলেকা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের তত্ত্বাবধায়ক দোলেনা খানম।