Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৭ বছর পর এবার যশোরের স্কুলগুলোতে শিক্ষকদের তৈরি প্রশ্নে বার্ষিক পরীক্ষা

এখন সময়: সোমবার, ৯ ডিসেম্বর , ২০২৪, ১০:২৯:৪১ এম

মিরাজুল কবীর টিটো : যশোরে ৭ বছর পর নিজেদের তৈরী করা প্রশ্নেপত্রে পরীক্ষা দেবে স্বস্ব স্কুলের শিক্ষার্থীরা। প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের তৈরি করা প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় শিক্ষা বোর্ড থেকে কোনো প্রশ্ন দিতে পারবে না বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শর্ট সিলেবাসের কারণেই শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনায় শিক্ষকদের তৈরি করা প্রশ্নে পরীক্ষা হবে বলে জানান শিক্ষকরা। যশোরের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা।
শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছে-মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে শর্ট সিলেবাসে। প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন তৈরি করে ওই প্রশ্নে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করবে। প্রশ্ন তৈরির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এনসিটিবি থেকে এই রকমই নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষকদের। তারা সেই নির্দেশনার আলোকে প্রশ্ন তৈরি করছেন। এবছর পরীক্ষার জন্য যশোর শিক্ষা বোর্ড থেকে কোন সিলেবাস দিতে পারেনি। এ কারণে বোর্ডের অনলাইন প্রশ্ন ব্যাংক থেকে পরীক্ষার কোনো প্রশ্নপত্র সরবরাহ করতে পারবে না বলে জানান প্রশ্ন ব্যাংকের সমন্বয়ক কামাল হোসেন।
শিক্ষকরা জানিয়েছেন, তাদের তৈরি করা প্রশ্নে হবে পরীক্ষা। শুধুমাত্র পুলিশ লাইন স্কুল ও যশোর কালেক্টরেট স্কুলে আজ (রোববার) থেকে এবং শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুলে ২৬ নভেম্বর থেকে ও অন্যান্য স্কুলে ২৮ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে।
জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এনসিটিবি থেকে নির্দেশনার আলোকে শিক্ষকদের তৈরি প্রশ্নে পরীক্ষা নেয়া হচ্ছে। প্রশ্নের মান ভাল। কোন সমিতির প্রশ্ন আমরা নেয়নি। এর আগে বোর্ডের দেয়া যে প্রশ্নে পরীক্ষা নিতাম সেই প্রশ্নপত্রের মান ভাল ছিলো। তবে শিক্ষকদের তৈরি করা প্রশ্নের মানও ভাল। একই কথা জানান কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন।
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ জানান, শর্ট সিলেবাসে আমরা নিজেরাই প্রশ্ন তৈরি করে শিক্ষার্থীদের পরীক্ষা নেবো। একারণে তাদের বেশি করে পড়াশুনা করানো হচ্ছে। যাতে করে ভাল পরীক্ষা দিতে পারে। সেই কারণেই ২৮ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করা হবে। একই কথা জানান উপশহর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মঈন উদ্দীন, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিনসহ আরো অনেকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)