Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, সাদেকের কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

এখন সময়: সোমবার, ৯ ডিসেম্বর , ২০২৪, ০৯:১৭:৪৮ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে ছাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

কারখানায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার অভিযোগে সোমবার অভিযান পরিচালনাকালে জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান,  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ঘোপ সেন্ট্রাল রোডে অভিযান পরিচালনা করা হয়। এসময় ছাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় দেখতে পান নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও রং মেশানো হচ্ছে। তাছাড়া মিষ্টিতে মাছি পাওয়া যায়। ভোক্তা  অধিকার  সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অবৈধ প্রক্রিয়ায়  খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ ধারায় ২০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম। সার্বিক সহযোগিতা করেন ক্যাবের সদস্য আব্দুর রকিব সরদার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)