Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অবশেষে বেনাপোল থেকে  দূরপাল্লার সব বাস চলাচল শুরু

এখন সময়: সোমবার, ৯ ডিসেম্বর , ২০২৪, ১০:৩৪:১১ এম

 

নিজস্ব প্রতিবেদক: অবশেষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে এক সপ্তাহ পর সব ধরণের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচ টায় বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে। গত ২২ নভেম্বর থেকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল।

আশিক সাগর পরিবহন ম্যানেজার মিলন হোসেন জানান, নৌ-পরিবহন উপদেষ্টা ও স্থলবন্দর চেয়ারম্যান স্যারের সাথে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। এখন থেকে বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব এসি বাস চলাচল করবে।

বেনাপোল পরিবহনের ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করার পর স্বাভাবিকভাবেই চলছিল সব কার্যক্রম। প্রশাসন এবং পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ হঠাৎ করে দূরপাল্লার যাত্রীগুলো গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সাথে মতের বিরোধ তৈরী হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব বাস চলাচল। অবশেষে পরিবহন মন্ত্রণালয় এবং বন্দর চেয়ারম্যান মানযারুল মান্নানের সাথে ফলপ্রসূ আলোচনায় উভয় পক্ষ সিদ্ধান্তে উপনীত হয় সকল এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে যাবে। যাত্রী নামিয়ে নতুন করে যাত্রী নিয়ে ফিরে যাবে। এই সিদ্ধান্তের ফলে সন্ধ্যা থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবীর তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে নিয়মিত ভাবে এসি বাস চলাচল করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)