নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় পুলিশের এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঝিকরগাছার কাশীপুরে ফখরুল হাসানের নিজ গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে, ভ‚মিদস্যু, নির্যাতনকারী, মামলাবাজ পুলিশের এএসপি ফখরুল হাসান, তার পিতা ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও বড় ভাই যশোর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ইকবাল হোসেনের শাস্তি দাবি করেন।
এসময় তারা বলেন,মুক্তিযোদ্ধা কোঠায় ফকরুল হাসান ৩৭তম বিসিএসএ পুলিশ ক্যাডার ও বোন বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। এমনকি নিজ এলাকায় আধিপত্য টিকিয়ে রাখতে যশোরের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী প্রান্ত বাহিনীকে অর্থায়নের অভিযোগও রয়েছে মকবুল-ফখরুল-ইকবালের বিরুদ্ধে। ওই বাহিনী ব্যবহার করে ও পুলিশী দাপট দেখিয়ে মকবুল-ফখরুলরা এলাকায় রাম রাজত্ব কায়েম করেছিলেন। শুক্রবার ভুক্তভোগী মানুষ কাশীপুরে মানববন্ধন করে তাদের বিচার দাবি করেন।
ভুয়া মুক্তিযোদ্ধা ও সেই সনদের ওপর ভর করে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাওয়া এএসপি ফখরুলের অপকর্মের প্রতিবেদন করতে যেয়ে ২০ নভেম্বর সন্ত্রাসী হামলার শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরিফ খান।