নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মসজিদে মুসল্লিদের উপর হামলা, আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন ইসকন দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। বাংলাদেশে এই সংগঠনের সকল কার্যক্রম বন্ধসহ অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, উগ্রবাদী এই সংগঠনের সঙ্গে জড়িতরা গভীর ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।
হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজির উদ্দিন, আব্দুল মান্নান, মুফতী মুজিবুর রহমান, মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা হামিদুল ইসলাম, হাবিবুর রহমান, শামসুর রহমান, মুফতী হাফিজুর রহমান, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, কামরুল আনওয়ার নাঈম, উবাইদুল্লাহ শাকির, আব্দুর রহমান এযাযী, আব্দুল হান্নান, মাওলানা আবু হুরাইরা, মাওলানা রুহুল আমীন, মুফতী কবিরুল ইসলাম, মুফতী আলাউদ্দিন, মাওলানা মাহবুবুল হাসান, মুফতী তরিকুল ইসলাম, জালালউদ্দিন, মুফতী রফিক শুয়াইব, ইশতিয়াক আহমাদ প্রমুখ।