শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজইবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে প্রতিবন্ধিতা অর্ন্তভূক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিকের সভাপতিত্বে ও সাংবাদিক শামিম হাসান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ. মালেক রেজা, ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আফতাব-ই-আলম, খোন্তাকাটা ইউনিয়ন সিপিপির টিমলিডার ও সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন শাহজাহান, উন্নয়ন সংস্থা সিডিডর প্রকল্প ব্যবস্থাপক সরোয়ার জাহান ও মনিটরিং অফিসর মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাওসার হোসেন, সাংবাদিক নঈন আবু নাইম, সিডিডির রিহ্যাবিলিটেশন অফিসার শহিদুল ইসলাম, কমিউনিটি মবিলাইজার সনিয়া আক্তার। অনুষ্ঠানে দুর্যোগের আগে ও পরে করণীয় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয় যা থেকে দুর্যোগের সময় এলাকাবাসী উপকৃত হবে বলে তারা মনে করেন।