নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি আলমগীর কবির। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর রোববার কলেজের শিক্ষকদের সাথে কলেজের হলরুমে মতবিনিময়সহ কলেজের প্রথম সভাটিও শেষ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মহিলা কলেজের অ্যাডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানসহ উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।