অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের জামাতা নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য ইঞ্জিনিয়ার শওকত হোসেন বেগ বলেন, নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিকালে উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভ্র প্রকাশ দাস। শনিবার বিকালে নামাজে জানাযা শেষে আলিপুর বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দৈনিক কালের কন্ঠের অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দৈনিক প্রভাতফেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদসহ অন্যন্যরা।