ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলার জামিরা গ্রামে স্বামীর শাবলের আঘাতে রুপিদা বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন । এ ঘটনা ঘটে ফুলতলা উপজেলার জামিরা গ্রামে। নিহত রুপিদা বেগম ওই গ্রামের এস এম হারুন অর রশিদের স্ত্রী ও দুই সন্তানের জননী। ঘটনার পর পাষন্ড স্বামী হারুন অর রশিদকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রশিদের ছেলে আরাফাত আকুঞ্জীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেকে শাবল দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ ঘটনায় তার স্ত্রী রুপিদা বেগম প্রতিবাদ করলে তাকেও শাবল দিয়ে সজোরে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী দ্রæত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রুপিদা বেগমের মৃত্যু ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে এলাকাবাসীয় জানায়। এ রিপোর্ট লেথা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।