Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উপশহরে হাউজিংয়ের ভাঙা পাইপের পানিতে রাস্তায় কাদা, দুর্ভোগ

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ০৯:২১:৩২ পিএম

 

মিরাজুল কবীর টিটো: যশোর উপশহরে ১ নম্বর ওয়ার্ডের (এ-ব্লক) ১  নম্বর বাড়ির মোড়ে হাউজিংয়ের সাপ্লাই পানির মূল পাইপ অনেকদিন ধরে ভেঙে রয়েছে। এতে ওই ওয়ার্ডের  রাস্তার প্রবেশমুখে সব সময় পানি কাদায় সয়লাব হয়ে থাকে। এলাকাবাসীর চলাচলে সমস্যা হচ্ছে। এ বিষয়ে  হাউজিং অফিসে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

ওই ওয়ার্ডের মেম্বার শেখ জসিম উদ্দীন জানান, ১ নম্বর বাড়ির মোড়ে হাউজিংয়ের সাপ্লাই পানির মুল পাইপ  স্থাপন করা রয়েছে। সেই পাইপের  সাথে সংযোগ দিয়ে ওয়ার্ডবাসি সাপ্লাই পানি বাড়িতে ব্যবহার করে। ট্রাক চলাচল করায় এক বছর আগে পাইপটি ভেঙে গেছে। বর্তমান পাইপে ভাঙন বড় আকার ধারণ করেছে। সকালে ও দুপুরে হাউজিংয়ের পাম্প চালু করলে পাইপ থেকে পানি বের হওয়ায় ওয়ার্ডের প্রবেশ মুখের অনেক জায়গা জুড়ে কাদা পানিতে সয়লাভ হয়ে থাকে। মুল পাইপ  দিয়ে পানি বের হওয়ার কারনে বাড়িতে প্রয়োজনীয় সাপ্লাই পানি পাচ্ছে না। একই কথা জানান আরো অনেক বাসিন্দা। হাউজিংয়ের পানি সাপ্লাইয়ার আবুল বাশারকে পানির পাইপ মেরামতের কথা বলা হলেও মেরামত করা হয়নি।

এ ব্যাপারে হাউজিংয়র উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহমেদ সাকিব জানান, পানির পাইপ মেরামতের জন্য উদ্যোগ নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)