Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে সৎ মায়ের নির্যাতনে আহত গৃহবধূ

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৮:০৪:৫৯ পিএম

 

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুরে তালাকপ্রাপ্ত সৎ মায়ের নির্যাতনে গৃহবধূ জাহানারা খাতুনকে (৪৫) পিটিয়ে আহত করে ঘর থেকে টাকা ও কানের দুল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে প্রতিবেশীরা আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে মহেশপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের ভালাইপুর পাড়ায়। এ ঘটনায় সৎমা পারভীন, গোলাপী খাতুন ও কেয়াকে আসামি করে গৃহবধূ জাহানারা খাতুন মহেশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত গৃহবধূ জাহানারা খাতুন জানান, আমার শ্বশুরের খাওয়া কে কেন্দ্র করে আমার দু সৎমা পারভীন, গোলাপী খাতুন ও আমার দেবরের স্ত্রী কেয়া খাতুন আমাকে ধরে পিটিয়ে আহত করে। পরে তারা আমার ঘরে ঢুকে ৬ হাজার টাকা ও দু’জোড়া কানের দুল নিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা আমাকে বাঁচাতে আসলে তাদের ওপর চড়াও হয়।

আহত গৃহবধূ জাহানারা খাতুনের স্বামী মিলন মিয়া জানান, আমার আব্বা অনেক আগে পারভীনকে তালাক দিয়েছে। কিন্তু সে আমাদের বাড়িতে এসে আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে ঘরে থাকা টাকা ও কানের দুল নিয়ে গেছে।

মহেশপুর থানার এ এস আই আব্দুস সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারভীন ও গোলাপী খাতুনের মুখ খুবই খারাপ। আমি পর পর দু’দিন গিয়েছি তার পরও তাদের বিরোধ থামানো যাচ্ছেনা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)