নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুর ভুয়া আপোসনামা দিয়ে জামিন নিতে গেলে বিচারক তরিকুল ইসলামকে (৪২) জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের শাহজান আলীর ছেলে ও জলুলী মাধ্যািমক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিভিন্ন সূত্রে জানাগেছে, শিক্ষক তরিকুল ইসলাম জলুলী উত্তরপাড়া গ্রামের উজির আলীর মেয়ে নার্গিস সুলতানার সাথে বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলো।
নার্গিস সুলতানা কোন উপায় না পেয়ে ২০২৪ সালের ১৬ জুন ঝিনাইদহে ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক আইনে মামলা দায়ের করেন।
এ মামলায় জলুলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম রোববার সাদা কাগজের উপর ভূয়া আপস নামা তৈরি করে এলাকার কিছু মানুষের স্বাক্ষর নিয়ে আদালতে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক শিক্ষক তরিকুল ইসলামকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্যঃ জলুলী মাধ্যািমক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম ইতোপূর্বে আরো দু’টি বিয়ে করেছেন বলে প্রতিবেশীরা জানিয়েছে।