Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মাদক বিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ১৪ জুন , ২০২৫, ০৭:৪৪:০৩ এম

নিজস্ব প্রতিবেদক : ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে শুক্রবার বিকেলে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রহমতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন এবং রূপালী ব্যাংক যশোর শাখার এজিএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চৌগাছার বারিয়ালী ফুটবল একাদশ বনাম হযরত ফুটবল একাডেমি যশোর। প্রতিযোগিতায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় হযরত ফুটবল একাডেমি। ম্যান অফ দ্যা ম্যাচ হন হযরত ফুটবল একাডেমির ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চয়ন।
ফুটবল ম্যাচটি প্রায় পাঁচ হাজার দর্শক উপভোগ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের জন্য মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)