নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ, লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নরসুন্দর পিতা-পুত্রকে আটক এবং ঢাকার খিলক্ষেতে দুর্গাপ্রতিমা অসম্মানের প্রতিবাদে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলে। মানববন্ধনে বিভিন্ন এলাকার দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দুলাল সমাদ্দার, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, সদর উপজেলার সভাপতি রবিন কুমার পাল, বাঘারপাড়া উপজেলার সদস্য সচিব প্রণয় সরকার, যশোর পৌরসভার সাধারণ সম্পাদক উৎপল সরকার, শার্শা উপজেলার সভাপতি নীল কান্ত সিংহ, ঝিকরগাছার সভাপতি দুলাল অধিকারী, মহিলা পরিষদের নেত্রী সুলতানা রহমান জলি প্রমুখ।
মানববন্ধনে জেলা পূজা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, কুমিল্লার মুরাদনগরে যারা বোনকে ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়েছে, তাদের সুষ্ঠু তদন্ত করে ফাঁসি দাবি করছি। এছাড়াও সারাদেশে খুন, নারী নির্যাতন, মাদক সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির প্রকোপ বেড়ে যাওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তপন।