Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে তরিকুল হত্যা নিয়ে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিবৃতি

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৯:০৬:২১ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : এখন ধোঁয়া উঠছে। চারিদিকে শুধুই ছাই আর ধ্বংসস্তূপ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় অভয়নগর উপজেলার ৯৬ গ্রামের অংশে ঘের মালিকদের পরষ্পরের বিরোধে খুন, পরবর্তী তে ১৯/২০ টি বাড়িতে লুট অগ্নি সংযোগের স্থান পরিদর্শনে যান বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা কমরেড ইকবাল কবির জাহিদ। তার সাথে আরো ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, বাম গণতান্ত্রিক জোটের জেলা সদস্য ও ভৈরব নদ সংস্কার আন্দোলন এর অন্যতম নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা কমরেড গাজী আব্দুল হামিদ, জেলা কমিটির অন্যতম নেতা পলাশ বিশ্বাস, স্থানীয় নেতা সাধন বিশ্বাস, কানু বিশ্বাস, উত্তম বিশ্বাস প্রমুখ। সাথে স্থানীয় জনসাধারণ ছিল।
ঘেরের বিরোধকে কেন্দ্র করে একজন যুবককে হত্যা করার ঘটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, আমরা তরিকুল হত্যার বিচার চাই। দোষিদের আটক ও বিচার চাই। কিন্তু তরিকুল হত্যাকে কেন্দ্র করে একটি বিশেষ মহল শুধু লুটপাটের উদ্দেশ্যে ডহর মশিহাটি ( বাড়েদা) গ্রামে ১৯/২০ বাড়িতে লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। সাগর নামে এক যুবককে অপহরণ করেছে। মোটর সাইকেল নিযে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সুন্দলী বাজারেও লুটপাট ভাঙচুর হয়েছে, মটর সাইকেল নিয়ে গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ও বিচারের দাবি জানাচ্ছি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানাচ্ছি। এই ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসন ও সরকারকে আরো জোরালো ও উদ্যোগী ভূমিকা নেয়ার আহ্বান জানাচ্ছি। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় । তিনি ক্ষতিগ্রস্ত পরিবার সমুহের খাদ্য আহার দেয়ারও জোর দাবি জানান।
তরিকুল হত্যাকাণ্ড ও ডহর মশিহাটি, সুন্দলীর অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনুরূপ এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা কমিটির সম্পাদক কমরেড তসলিম উর রহমান। তিনি বিবৃতিতে তরিকুল হত্যার বিচার ও অগ্নিসংযোগ লুটপাটের সাথে যুক্তদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)