নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশন এলাকায় বুধবার সকালে মাদক বিরোধী অভিযোগে সাড়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে তাদের পরিচালিত একটি মোবাইল কোর্ট তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে।
আটক তিনজন হলো, যশোর সদর উপজেলার ডুমদিয়ার গ্রামের মৃত তারিক আলীর ছেলে নুরুন্নবী (৬০), শার্শা উপজেলার সামটা গ্রামের মৃত আকু মোড়লের ছেলে শহিদুল ইসলাম বাবু (৫০) এবং ভাবানীপুর গ্রামের কুদ্দুস গাজীর ছেলে বাবুল গাজী (৪০)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে পরিচালিত একটি মোবাইল কোর্ট আটক তিনজনের মধ্যে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা জরিমানা বাবুকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ টাকা জরিমানা এবং বাবুল গাজীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ টাকা জরিমানা করা হয়।