Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ভৈরব নদ দূষণের অভিযোগে একতা হাসপাতালের দুই মালিকের বিরুদ্ধে মামলা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৬:১১:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের দড়াটানার একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ভৈরব নদে সরাসরি বর্জ্য ও পয়ঃবর্জ্য ফেলার অভিযোগে প্রতিষ্ঠানটির দুই মালিকের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
শুক্রবার সকালে কোতয়ালি থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ধারায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার সৌমেন মৈত্র।
মামলার আসামিরা হলেন, যশোর শহরের পুরাতন কসবা এলাকার ফারজানা ওহাব এবং গুরুদাস বাবু লেনের জিনাত আরা।
এজাহারে উলে¬খ করা হয়েছে, একতা হাসপাতাল দীর্ঘদিন ধরে তাদের ক্লিনিকের বর্জ্য ও পয়ঃবর্জ্য পাইপের মাধ্যমে সরাসরি ভৈরব নদে ফেলে আসছে। এতে নদী মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং ভরাটের প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে।
২০২২ সালের ১৯ জুন অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নদীতে বর্জ্য ফেলা বন্ধে নির্দেশনা জারি করা হয়। পরবর্তীতে জেলা নদী রক্ষা কমিটি বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।
অধিদপ্তরের উপপরিচালক সরেজমিন পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ও পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের প্রমাণ পান। এরপর ২০২৪ সালের ৬ জুন পরিবেশ দূষণের দায়ে একতা হাসপাতালকে জরিমানা করা হয়।
এছাড়া গত বছর হাসপাতাল কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধান এবং ডিজইনফেকশন প্ল্যান্ট স্থাপনের জন্য তিনমাস সময় চেয়ে নেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় পরিবেশ অধিদপ্তর থানায় মামলা করতে বাধ্য হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)