নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের রূপদিয়া সাড়াপোলে আকবার আলীর পৈতৃক জমি দখলের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে শফিউল ইসলাম ও তার লোকজন। গত ২৫ মে শফিউল ইসলাম ও তার লোকজন জমি দখল করতে গেলে বাধার মুখে ফেরত আসে। এঘটনায় আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় আছেন আকবর হোসেন ও তার পরিবারের সদস্যরা।
মামলার অভিযোগে জানা গেছে, রূপদিয়া মৌজায় আরএস ৪১৪৮ দাগের ৪৪ শতক জমির মধ্যে ৯ দশমিক ৬৮ শতক জমি আকবর হোসেনসহ তার অন্যান্য ভাই-বোন ও মা মোট ১৭ দাগের ৩৩১ শতক জমি পৈত্রিক সূত্রে মালিকানা লাভ করে ভোগ দখল করে আসছেন। একই গ্রামের শফিউল ইসলাম ও তার লোকজন ৯ দশমিক ৬৮ শতক জমি দখলের ষড়যন্ত্র শুরু করে। এরমধ্যে গত ২৫ মে শফিউল ইসলাম, শরিফ উল ইসলাম ও তার লোকজন এ জমি দখল করতে যায়। এসংবাদ পেয়ে আকবর হোসেন ও তার স্বজনরা এসে বাধা দিলে খুন-জখমসহ জমি দখল নেয়ার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে আকবর হোসেন গত ২৭ মে আদালতে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে শফিউল ইসলা, শরিফ উল ইসলাম, মেহেদী হাসান ও সাইদ হাসনকে। আদালতের বিচারক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কোতয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এ মামলার বিষয়টি জানার পর বিবাদীরা চরম ভাবে ক্ষিপ্ত হয়েছে। যে কোন সময় জমি দখল করে নিবে বলে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন আকবর হোসেন।