নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বকচর এলাকায় বিশ্বাস সুপার মার্কেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার মার্কেটের মালিক শহরের রায়পাড়ার মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ফাহিম রাজ।
আসামিরা হলো, যশোর শহরের পুরাতনকসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মোস্তফা সরোয়ারের ছেলে পাভেল সহিদ সারওয়ার, আরএন রোডের আমিনুর রহমানের ছেলে আজিজুর রহমান রিটুল, ঘোপ বেলতলা এলাকার রেজাউল ইসলাম, বকচরের আফজালের ছেলে সাগর, নুরুল হুদার ছেলে নাহিদ, শামছুর রহমানের ছেলে জুয়েল, শাহজানের ছেলে আমিরুল, একই এলাকার আবুল হোসেন ও বকচর ষষ্টিতলার নুরু মিয়ার ছেলে শামিম।
মামলার অভিযোগে জানা গেছে, মিজানুর রহমান ৫০ বছর আগে যশোর-খুলনা মহাসড়কের বকচর মাদরাসার পাশে ৬১ শতক জমি কিনে বিশ্বাস সুপার মার্কেট তৈরি করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন। এ জমি নিয়ে আসামি পাভেলের সাথে বিরোধিতার সৃষ্টি হলে মিজানুর রহমান আদালতে মামলা করেন যা এখনো বিচারাধীন। ২ জুন সকালে আসামি পাভেল সহিদ সারওয়ারের নেতৃত্বে রেজাউল, সাগর, নাহিদ, রেজা, আবুল, শামিমসহ অপরিচিত ২০/২৫ জন জমিতে প্রবেশ করে সুপার মার্কেটের ৬ দোকান ঘর ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৭০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। মিজানুর রহমান এ সংবাদ জানতে পেরে জমিতে যেয়ে দোকান ঘর ভাঙচুর করতে দেখেন। বাধা দিলে পাভেল ও তার লোকজন মিজানুর রহমানকে আটকে রাখে জমি লিখে দেয়ার জন্য হুমকি দিতে থাকে। পরে পুলিশ সংবাদ পেয়ে মিজানুর রহমানকে উদ্ধার করে নিয়ে আসে।
উল্লেখ্য, এ ঘটনার আগে ২৯ মে কোতয়ালি থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।