Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম  সমন্বয় কমিটির আত্মপ্রকাশ

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৯:০৪:৩৪ পিএম

 

ঝিনাইদহ প্রতিনিধি: ‘ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে’ স্লোগানে আত্মপ্রকাশ করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ, প্রস্তাবনা ও বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন ও দাবি আদায়ে সোচ্চার সংগঠন হিসেবে কাজ করার প্রত্যয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টায় ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টের অডিটোরিয়ামে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. একেএম কামাল, ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের ডা. শফিউল আলম সোহাগ, বিজিএমইএ এর সদস্য প্রকৌশলী কামরুল ইসলাম, যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার প্রফেসর ড. আব্দুল মতিন।

আরও বক্তব্য রাখেন ডা. হাসানুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, গাউস মোহাম্মদ গোর্কি, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন, সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. মার্ফিয়া খাতুন প্রমুখ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে চিকিৎসা বিষয়ক ডিজিটাল নিবন্ধ উপস্থাপন করেন ডা. মোয়াজ্জেম হোসেন। এছাড়া শিক্ষা বিষয়ক নিবন্ধ উপস্থাপন করেন কমিটির শিক্ষা সম্পাদক ও শিক্ষা কর্মকর্তা মো. ফারুক হোসেন এবং ক্লীন ঝিনাইদহ বিষয়ে ডিজিটাল নিবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)