মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এর সাক্ষরিত মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন হয় ১ জুন ।
চূড়ান্ত কমিটি প্রকাশের পর ঈদুল আজহা পরবর্তী সময়ে কলেজ খোলার প্রথম দিনে রোববার সকাল ১১ টায় আনন্দ মিছিল করে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি সদরের আহাদ চত্বরে এসে সভা করে। কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শামিম শিকদার, সাধারণ সম্পাদক মোঃ পিয়াল হোসেনসহ কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য দেন। কলেজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রেখে লেখাপড়ার পাশাপাশি মহম্মদপুরকে একটি সুন্দর সমৃদ্ধ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে এসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের হাতে ফুলের তোড়া উপহার দেন ও মিষ্টি মুখসহ সকল ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।