Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে সাবেক অতিরিক্ত পিপি কান্টু গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:১৬:০৬ এম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার কান্টুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শেখ মোজাহার হোসেন কান্টুর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহমান জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করায় গত ১৩-০৬-২০২৫ তারিখে কালিগঞ্জ থানায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা (নম্বর ৯) দায়ের করেন উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আকবর হোসেনের ছেলে মহিবুল্লাহ। উক্ত মামলার এজাহারনামীয় আসামি শেখ মোজাহার হোসেন কান্টুকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)