কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জে প্রতিবেশীর উপকার করতে গিয়ে চরম বিপত্তি ও হয়রানির সম্মুখীন হচ্ছেন হাফিজা খাতুন নামে এক গৃহবধূ। সুকৌশলে প্রতিবেশী ওই চক্রের জমি আত্মসাতের চেষ্টা, শ্লীলতাহানীসহ নানাবিধ হুমকি, অপপ্রচার ও বিভিন্ন প্রকার হয়রানির কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ওই গৃহবধূ।
সোমবার সকালে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাসানকাটি গ্রামের শামসুর রহমান গাজীর স্ত্রী মোছা. হাফিজা খাতুন (৫২) ।