মাগুরা প্রতিনিধি : মাগুরায় সংবাদপত্রের কালো দিবসে আলোচনা সভার আয়োজন করে মাগুরা প্রেসক্লাব। এ উপলক্ষে সোমবার বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স, কোষাধ্যক্ষ অমিত মিত্র, ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, নির্বাহী সদস্য সঞ্চয় রায় চৌধুরী প্রমুখ। সভায় সংবাদপত্রের কালো দিবসের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। মুক্ত সাংবাদিকতার বিকাশ ও সুস্থ সাংবাদিকতার কাজ নিয়ে জোর আলোচনা করেন সদস্যরা । সভায় মাগুরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।