ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে লটারির মাধ্যমে বেতাগা ইউনিয়নের ভিডাব্লিউবি কার্ডের উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের পরিচালনায় এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমাজসেবা কর্মকর্তা অতিশ কুমার বিশ্বাস, ওসি (তদন্ত) আলমগীর কবীর, মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কুমার ঘোষসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বেতাগা ইউপির বিভিন্ন সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, বেতাগা ইউনিয়নে ভিডাব্লিইবি কার্ডের জন্য ৯ ওয়ার্ড থেকে ৬২৯ আবেদন করেছেন। এর মধ্যে নেয়া হবে ২৮৫ জন উপকারভোগী। এটি উন্মুক্ত লটারির মাধ্যমে এসব উপকারভোগীদের নির্বাচন করা হচ্ছে।