Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় পাট চাষি সমাবেশ

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৫:৪৮:১৭ পিএম

মাগুরা প্রতিনিধি: মাগুরায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ  প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধকরণে মাগুরা জেলা প্রশাসন, এবং পাট অধিদপ্তর মাগুরা ও বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা অডিটরিয়ামে পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন  পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাগুরার পাট উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, পাট অধিদপ্তর মাগুরার মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ। সমাবেশে জেলার প্রায় ১০০ জন পাটচাষি এবং উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত পাটচাষিদের মাঝে পাটের ব্যাগ, খাতা-কলম এবং উন্নত মানের খাবার প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)