Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মালয়েশিয়ায় খুন হওয়া রমজানের মরদেহ মহম্মদপুরে দাফন

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৮:৪৮:০৪ পিএম

 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের হতদরিদ্র কৃষক আব্দুর রাজ্জাকের ছেলে মালয়েশিয়া প্রবাসী রমজান হোসেন (২৫) হত্যাকাণ্ডের ১৮দিন পর তার লাশ দেশে এসেছে। মঙ্গলবার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। লাশ গ্রহন করেন তার বড় ভাই রিপন মোল্যা। পরে লাশ বাড়িতে এনে বুধবার সকালে পূর্ব নারায়ণপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন করা হয়েছে।

রমজানের বড় ভাই  রিপন জানান, সামান্য বিষয় নিয়েই পরিকল্পিতভাবে আমার ছোট ভাই রমজানকে হত্যা করেছে। তিনি এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। তার স্ত্রীসহ দুটি কন্যা সন্তান রয়েছে।  দুই বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। রমজানের  স্ত্রী নাজনীন কান্না এখনও দেনা শোধ করতে পারিনি। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, বিষয়টি জানতে পেরে রমজানের লাশ দেশে আনার জন্য সকল প্রকার সহযোগিতা করেছি।

প্রসঙ্গত. চাকরি করা অবস্থায় ৪ জুন শুক্রবার রাত সাড়ে ৮টায় মালয়েশিয়ার পোর্ট কেলাং এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে রমজানকে হত্যা করা হয়। মালয়েশিয়া পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করতে সক্ষম হন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)