শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: বেনাপোলে বগুড়া সদর থানার দুই মামলার পলাতক আসামি রিপন সরকার (৩৫) আটক হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৬টার সময় তিনি ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন পুলিশে পাসপোর্ট জমা দিলে তার ডাটাবেস যাচাইয়ে বগুড়া সদর থানায় দুইটি সক্রিয় মামলার আসামি প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়।
আটককৃত রিপন সরকার বগুড়া জেলার সদর থানার ঠেংগামারা গ্রামের সাজু সরকারের ছেলে।
বগুড়া পুলিশ সূত্র জানায়, তার নামে বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
বেনাপো ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানিয়েছেন, রিপন সরকারের পাসপোর্ট নম্বর এ০৮০১৮৬৪৪ স্ক্যানিংয়ের সময় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হন। এসময় কর্তব্যরত কর্মকর্তারা ডাটাবেস যাচাই করে নিশ্চিত হন যে তিনি বগুড়া সদর থানার দুইটি সক্রিয় মামলার আসামি। তাকে তাৎক্ষণিক আটক করে বেনাপোল পোর্ট থানায় অবহিতকরণ এবং ইমিগ্রেশনের কার্যাদি শেষে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বগুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।