পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসূচি এর সার্বিক সহায়তায় ও সুশীলন কর্তৃক বাস্তবায়ন এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, কৃষি অফিসার একরামুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণি সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, ডা. ইব্রাহিম গাজী, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা প্রমুখ। সভায় প্রকল্প বিষয় উপস্থাপন করেন ডিআরআর কোঅর্ডিনেটর ইমরান হোসেন।