Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজন আটক

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৮:৪৭:২২ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর গোপন অভিযানে অস্ত্র, নগদ অর্থ ও হ্যাকিং সরঞ্জামসহ ‘সর্বহারা’ দলের এক চাঁদাবাজ নেতা ও বিকাশ হ্যাকারকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) ভোর রাত ৩টা ৪০ মিনিটে শ্রীপুর উপজেলার চর চৌগাছি ও রাজাপুর (মন্ডলপাড়া) এলাকায় অভিযানটি চালানো হয়।
আটক দুজন হলেন-মো. আনিসুর রহমান (২৮) এবং মো. আশরাফ মন্ডল (৪৫)। সেনাবাহিনী জানায়, আশরাফ মন্ডল ‘সর্বহারা’ নামক একটি চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। আনিসুর রহমানের ল্যাপটপ ও মোবাইলে হ্যাকিং সফটওয়্যার, বিকাশ অ্যাকাউন্ট ক্লোন ও প্রতারণামূলক তথ্য পাওয়া গেছে।
অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে: একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি, একটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, এক লাখ দশ হাজার আটশ পঞ্চাশ টাকা নগদ অর্থ এবং একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স।
স্থানীয় প্রবীণ রমজান আলী বলেন, এই দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে চলাফেরা করতো।
শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, সেনাবাহিনীর সহায়তায় আমরা দুজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)