Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় গণমাধ্যমের অপ সাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:০১:২২ এম

 

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সাংবাদিকতার মান বাড়াতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে শনিবার বিকেলে মাগুরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর, পুলিশ সুপার মিনা মাহমুদা ও জেলা তথ্য অফিসার পাভেল দাস। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন,সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের তথ্য অধিকার আইন সর্ম্পকে সচেতন হতে হবে।

তাছাড়া তিনি বাংলাদেশের সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং সাংবাদিকের জন্য অনুসরণীয় আচরণ বিধি ১৯৯৩ (২০০২ সাল সংশোধিত) এর নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ এর ২৫ নম্বর আইন সর্ম্পকে সাংবাদিকদের অবহিত করেন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)