ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে বান্দা রঘুনাথপুর মৌজাধীন জনৈক অসিম বিশ্বাসের মৎস্য ঘেরের বেড়িবাঁধের উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। থানা পুলিশ ও সিআইডি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অসিম বিশ্বাস তার মৎস্য ঘেরে যেয়ে বাঁধের উপর অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পান। তখন তিনি থানা পুলিশকে খবর দেন।
অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, সিআইডি পুলিশ অজ্ঞাত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে মহিলাকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। শরীরে অ্যাসিড জাতীয় ক্যামিকেল দিয়েছে। লাশ ময়না তদন্তের পর আসল রহস্য জানা যাবে।
ইউপি সদস্য পৃথীষ বৈরাগী জানান, অজ্ঞাত এই মহিলা দিনমজুর হতে পারে। তার পরিচয় জানা যায়নি।