Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল উদযাপন

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:১১:১৩ এম

 

মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশের ন্যায় মাগুরাতে ও “চলো আনন্দে মাতি, কাব কার্নিভালে একসাথে হাঁটি” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার  দিনব্যাপী আয়োজিত হলো কাব কার্নিভাল-২০২৫।

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), মাগুরা প্রাঙ্গণটি এদিন রঙিন হয়ে ওঠে কাব শিশু স্কাউটদের উপস্থিতি, শপথ গ্রহণ,প্রার্থনা সংগীত ও মনোজ্ঞ পরিবেশনায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সুপারিনটেনডেন্ট, পিটিআই মাগুরা; দেলোয়ারা কুলসুম, জেলা শিক্ষা অফিসার;মোঃ আলমগীর কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাসিবুল হাসান, সভাপতি, বাংলাদেশ স্কাউটস, মাগুরা সদর উপজেলা।

দিনব্যাপী আয়োজনে ছিল প্রার্থনা সংগীত, শপথ গ্রহণ, আনন্দ শোভাযাত্রা, স্কাউটিং কার্যক্রম প্রদর্শনী, খেলাধুলা ও সৃজনশীল ইভেন্ট। মাগুরা সদর উপজেলার ৩২টি ইউনিট থেকে ২৯ ইউনিট  অংশ নেয়।

উল্লেখযোগ্যভাবে, দেশের প্রতিটি জেলার মতো মাগুরাতেও আয়োজিত এই কাব কার্নিভালের জাতীয় উদ্বোধন করেন বাংলাদেশের নোবেল বিজয়ী ও বাংলাদেশ স্কাউটসের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

আয়োজকরা জানান, এই কার্নিভালের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে স্কাউটিংয়ের নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সৃজনশীলতাকে ছড়িয়ে দেওয়া হয়—যা আগামীর নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)