কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে র্যাবের অভিযানে ৩৯৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র্যাব। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার নলতা রওজা মোড় সংলগ্ন সানি মার্কেটের ২য় তলায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, ভারত থেকে অবৈধপথে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নলতার সানি মার্কেটে রাখা হয়েছে এমন গোপন সংবাদে র্যাব-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে সানি মার্কেটের ২য় তলার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার খোলার পর সেখানে রাখা বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ এবং মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, তার সহযোগী সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার ও নৈশপ্রহরী অমল সরকারকে আটক করে র্যাব। এছাড়াও জব্দ করা হয় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন।
এ ঘটনায় ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।