শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ ও জারিকৃত বদলি আদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও কলমবিরতি পালন হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কলমবিরতি পালন করেন কর্মকর্তারা। তবে এসময় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে।
কাস্টম হাউস সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কাস্টমস হাউজে আমদানি-রফতানি সংক্রান্ত কোন শুল্কায়নের কাজ বন্ধ ছিল। অফিস খোলা থাকলেও কর্মকর্তাদের টেবিলে দেখা যায়নি। বন্ধ করে দেওয়া হয় কাস্টমস হাউসের অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে আমদানি-রফতানি সংক্রান্ত কোনো বিল অব এন্টি দাখিল করা যায়নি। বেলা ২টার পর থেকে ৫টা পর্যন্ত পুনরায় কাজ চলবে।
তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক ছিল। কলম বিরতির কারণে নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রফতানি হয়েছে। বেলা ২টার পর থেকে নতুন আইজিএম ইস্যু করা হবে। এতে পণ্য খালাসে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা।
বন্দর ব্যবহারকারী মতিয়ার রহমান বলেন, কলমবিরতির কারণে আমাদের পণ্য খালাসে জট তৈরি হয়। যদিও পরে কর্মকর্তারা ফাইলে স্বাক্ষর করেছেন, কিন্তু ব্যাংক বিকেল ৪টার পর টাকা নেয় না। এতে পুরো প্রক্রিয়াই বাধাগ্রস্ত হয়, যার প্রভাব পড়ে ব্যবসা-বাণিজ্যে।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ। আমরা না করলেই দলছুট হয়ে যাব। তবে দিনের সব ফাইলে বিকেলে স্বাক্ষর দেওয়া হচ্ছে। কোনো নথি পেন্ডিং থাকবে না।
বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবীর তরফদার জানান, কাস্টমের কলম বিরতি চললেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে।