ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় উপজেলার ডাকবাংলা মোড়ে ছাত্রশিবিরের কার্যালয়ে উপজেলা (পূর্ব) শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু আইউব আনছারির সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শাখার প্রকাশনা সম্পাদক শুয়াইব শেখ, গাজীপুর মহানগর শাখার সাবেক সদস্য নাঈমুর রহমান, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা।