মাগুরা প্রতিনিধি : নতুন করে কোনো কর আরোপ ছাড়াই মাগুরা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭১ কোটি ৭১ লাখ ৯৯ হাজার ২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক, রাজনীতিবিদসহ পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আব্দুল কাদের।