কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কালীগঞ্জে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব রহমান রনির সভাপতিত্বে এ কর্মসূচির আওতায় ১১৪ সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে ৭শ নারিকেল চারা এবং ৫৫০ কৃষকের পাঁচটি করে নারিকেল চারা প্রদান করা হয়।