বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ইউনিয়ন বিএনপি উদ্যেগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আসলাম হোসেনের সঞ্চালনায় ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাছ হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম সৌদি, সিনিয়র যুগ্ম সম্পাদক এফএম আসলাম হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার, হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম খোকন প্রমুখ।