Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল কাস্টম হাউসে কমপ্লিট শাটডাউন

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৯:৫৭:৫২ এম

 

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে দেশের সবচেয়ে বড় স্থলশুল্ক স্টেশন বেনাপোল কাস্টম হাউসে আমদানি-রফতানি বাণিজ্য ও পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দাবি আদায়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতায় সারাদেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের সাথে একযোগে বেনাপোল কাস্টম হাউস এ কমপ্লিট শাটডাউন পালন করছে।

ফলে, শনিবার সকাল থেকে বেনাপোল কাস্টম হাউসের আমদানি-রফতানি বাণিজ্য ও পণ্য চালানের শুল্কায়ন কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। তবে, বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে যথা নিয়মে চালু রয়েছে আন্তর্জাতিক যাত্রীসেবা।

শনিবার সকাল থেকে সরেজমিন পরিদর্শনে ‘কোন কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতাদের বেনাপোল কাস্টম হাউসের ভেতরে প্রবেশ করতে বা বের হতে দেখা যায়নি’। আন্দোলনকারীরা বেনাপোল কাস্টম হাউসের মূল ফটকের সামনে ‘দেশ ও রাষ্ট্রের বৃহত্তর রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ ও টেকসই সংস্কারের লক্ষ্যে শান্তিপূর্ণ মার্চ-টু-এনবিআর’ ব্যানার ঝুলিয়ে দিয়েছেন।

জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ‘মার্চ-টু-এনবিআর’ কর্মসূচিতে যোগ দিতে সারাদেশের সাথে বেনাপোল কাস্টম হাউস থেকে কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁও রাজস্ব ভবনের সামনে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী থাকলেও, তাদের শর্ত-আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। দাবি মেনে না নেয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ‘মার্চ-টু-এনবিআর’ কর্মসূচিতে যোগ দিতে সারাদেশের কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলের সাথে বেনাপোল কাস্টম হাউস কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁও রাজস্ব ভবনের সামনে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যে কারণে আমদানি-রফতানি বাণিজ্যসহ রাজস্ব আদায় ও সেবা প্রদান প্রায় বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টম হাউস সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে দেশের সবচেয়ে বড় স্থলশুল্ক স্টেশন বেনাপোল কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে। প্রতিটি শাখায় কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত রয়েছেন। যেকারণে স্থবির হয়ে পড়েছে বাণিজ্যিক কার্যক্রম। এতে রাজস্ব আহরণে মারাত্বক প্রভাব পড়বে।

বেনাপোল কাস্টম হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এর আগে কয়েকদিন কলম বিরতি চললেও নির্ধারিত সময়ের পর কিছু কাজ হয়েছে। তবে শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে কোনো কর্মকর্তা কাজ করছেন না। যারা উপস্থিত আছেন, তারাও কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না।’

বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানিয়েছেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ফলে, আমদানি-রপ্তানি ও পণ্য শুল্কায়নের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম সচল রয়েছে।

বেনাপোল কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান বলেন, “কাস্টম কর্মকর্তাদের “কমপ্লিট শাটডাউন” কর্মসূচির কারণে কাস্টম হাউসে কোনো কাজ হচ্ছে না। আমরা আগে থেকেই আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানিয়েছি। ফলে, সিএন্ডএফ এজেন্টরাও কাস্টম হাউসে আসেনি। কাস্টম কর্মকর্তারা না থাকায় বিভিন্ন ডিপোতেও কার্যক্রম বন্ধ রয়েছে।”

বিভিন্ন সুত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামের দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী থাকলেও, তাদের শর্ত-আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই শাটডাউন কর্মসূচির আওতায় থাকছে না।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)