Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিক্ষকদের চাকরি জাতীয়করণ চাই : সাবেক এমপি হাবিব

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৪:১৪:০৯ পিএম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের মর্যাদা আমরা অক্ষুণ্ন  রাখতে চাই। আমরা চাই বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হোক। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় পাশে ছিলাম, আছি, থাকবো। শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সকল মত-পথকে পেছনে ফেলে শিক্ষকদের কেবলমাত্র শিক্ষক হিসেবে শিক্ষাদান করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন হাবিবুল ইসলাম হাবিব। শনিবার দুপুরে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা কলেজ শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ এসএম শহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, নতুনহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, কলারোয়া মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবর রহমান, সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, হাজী নাছির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান, হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ অহিদুজ্জামান, হেলাতলা টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবির উদ্দিন বিশ্বাস, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন।      

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)