কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জের নলতার বন্ধু বিরিয়ানী হাউজ এন্ড রেস্টুরেন্ট এবং রান্নাঘর হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও মানহীন খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগ পেয়ে উপজেলার নলতা হাট এলাকার বন্ধু বিরিয়ানী হাউজ এন্ড রেস্টুরেন্ট এবং রান্নাঘর হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও মানহীন পঁচাবাসি খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বন্ধু বিরিয়ানী হাউজ এন্ড রেস্টুরেন্টের মালিক ইয়াকুব আলীকে ১০ হাজার টাকা এবং রান্নাঘর হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার আবুল হোসেনকে ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। অভিযান পরিচালনাকালে নীলডুমুর ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।