শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) : বেনাপোলে নেত্রকোনা জেলার ৩ নম্বর খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জোসেফ (৫৩) আটক হয়েছে। শনিবার (২৯ জুন ২০২৫) বেলা ১১টার দিকে তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আটক হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছেন, ভারতে যাওয়ার সময় তিনি তার পাসপোর্ট (নম্বর এ০৭২৩৯৪৭৬) ইমিগ্রেশন এন্ট্রির জন্য ডেস্কে জমা দিলে সিস্টেমে স্ক্যান করার পর দেখা যায়, তার নাম পাসপোর্ট স্টপলিস্টে অর্ন্তভুক্ত রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। এ তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনে দায়িত্বরত পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।
আটককৃত সানোয়ারুজ্জামান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাট গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান তালুকদারের ছেলে। তিনি স্থানীয় ৩ নম্বর খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, সানোয়ারুজ্জামান জোসেফের পাসপোর্ট স্ক্যান করার সময় ইমিগ্রেশন ডাটাবেজে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হন। পরে আরও যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় একাধিক মামলা রয়েছে। “জাতীয় নিরাপত্তা এবং চলমান মামলার প্রসঙ্গ বিবেচনায় তিনি পাসপোর্ট স্টপলিস্টে থাকা অবস্থায় ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে উপস্থিত হলে আমরা তাকে থামিয়ে হেফাজতে নিই।” পরে, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবহিত করে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, আটক সানোয়ারুজ্জামান জোসেফের বিরুদ্ধে দন্ডবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে নেত্রকোনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।