মাগুরা প্রতিনিধি : মাগুরা সড়ক বিভাগের আগামী ১০ বছরের জন্য উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩০ জুন ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা সড়ক বিভাগের আগামী ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এ সময় মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল সড়ক উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে মাস্টার প্লান উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, প্রফেসর এম আর খান, মাগুরা সদর হাসপাতালের শিক্ষাস্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, মাগুরা হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান, জেলা বন কর্মকর্তা, খোন্দকার মোঃ গিয়াস উদ্দিন, টিআই পুলিশ ফরহাদ হোসেনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।