নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের কালিয়ায় রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য চাওয়ায় বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম বাংলাভিশন ডিজিটাল প্লাটফর্মের নড়াইল প্রতিনিধি বাবর আলীকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবর আলী কালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সাংবাদিক বাবর আলী বলেন, কালিয়ার বিলদুরিয়া এলাকায় নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ চলছে। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে জানতে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে ফোন দিলে গত রোববার (২৯ জুন) আমাকে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন তিনি (মনিরুল)। তবে, এ অভিযোগের বিষয়ে মনিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি কালিয়া উপজেলা বিএনপির মিছিল সমাবেশে অংশগ্রহণ করায় আ’লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া হত্যাসহ তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।