খুলনা প্রতিনিধি : জুলাই ভিত্তিক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রেড জুলাই, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স, জাস্টিস ফর জুলাই, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ ও আহত যোদ্ধাদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ও সংগঠনের প্রতিনিধিদের আয়োজনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সোমবার দুপুর ১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সরকারের গৃহিত ও কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে সমন্বয় করে জুলাই ৩৬ মাসব্যাপী কর্মসূচি পালন করার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জুলাইয়ে গঠিত অধিকাংশ সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ। এসময় খুলনাতে চলমান কেএমপি পুলিশ কমিশনারের পদত্যাগের ১ দফা দাবির বিষয়ে কথা বলেন, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর আহবায়ক আল শাহরিয়ার।